মহল্লায় ভ্যান নিয়ে সস্তায় সবজি, ছাত্রদলের অভিনব বাজার উদ্যোগ।
স্টাফ রিপোর্টার; মোঃ কেফায়েত উল্লাহ শরীফ
বাজারের চড়া দাম হইতে মুক্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষের। ঠিক এই সময় স্বস্তির নিঃশ্বাস ফেলানোর মতো এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। মহল্লায় ভ্যান গাড়ি নিয়ে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছেন তারা, যা বাজারের প্রায় অর্ধেক দামে পাওয়া যাচ্ছে। এই উদ্যোগে বিপুল সাড়া মিলেছে সাধারণ মানুষের মধ্যে।
আজ শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলার শিক্ষক সমিতির মার্কেটের সামনে ছাত্রদলের উদ্যোগে ন্যায্যমূল্যের সবজি বিক্রির এ কার্যক্রম শুরু হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে. এম. বশির উদ্দিন তুহিন এ কার্যক্রমের উদ্বোধন করেন।
ছাত্রদলের সদস্যরা যখনই ভ্যানে করে সবজি নিয়ে কোন মহল্লায় ঢুকছে, তখনই ক্রেতাদের উপচে পড়া ভিড় জমছে। টাটকা সবজি কম দামে পেয়ে স্বস্তি প্রকাশ করছেন সবাই।
ন্যায্যমূল্যেল বাজারে পাওয়া যাচ্ছে, ডেরশ, মিষ্টি কুমড়া, জালি কুমড়া, আলু, পেঁয়াজ, রসুন, তিত করলা, টমেটো, ডাটা শাক, পেঁপে, শষা, গাজর, বেগুন ও লেবুসহ প্রয়োজনীয় শাকসবজি।
একজন ক্রেতা বলেন, সবসময় যদি ন্যায্যমূল্যের সবজি পাওয়া যেত, তাহলে আমাদের মতো মধ্যবিত্তদের অনেক উপকার হতো। ন্যায্য মূল্যের সবজি বাজারের প্রধান উদ্যোক্তা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক কেএম মারজান জানান, জনগণের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এমন উদ্যোগ যদি দীর্ঘমেয়াদে চালানো যায়, তাহলে বাজার নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকে।
সবজি ক্রেতা আলম মিয়া বলেন, বাজার থেকে এই খানে অর্ধেক মূল্যে সবজি কিনতে পারতেছি। সব সময় যদি এই বাজার চালো থাকত তাহলে আমাদের মতো মধ্যবিত্তদের উপকার হত। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী বলেন, ছাত্রদলের অভিনব এই বাজার উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি এনে দিতে পারবে। আমাদের এই উদ্যোগ সারা দেশে চালু হবে বলে তিনি বিশ্বাস করেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে.এম. বশির উদ্দিন তুহিন বলেন, গত ফ্যাসিস্ট সরকারের আমলে রমজান আসলে সবকিছুর দাম বেড়ে যেত, কিন্তু বর্তমানে সবকিছুর দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে নাসিরনগর ছাত্রদলের উদ্যোগে ন্যায্য মূল্যে মহল্লায় ভ্যান নিয়ে সবজি বিক্রির যে উদ্যোগ তা খুবই ভাল কাজ।